Logo

সোনামসজিদ দিয়ে এসেছে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ২১:৩০
11Shares
সোনামসজিদ দিয়ে এসেছে ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ
ছবি: সংগৃহীত

৩৭ দশমিক ৯৪ মেট্রিক টন কাঁচা মরিচ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে মঙ্গলবার (৪ জুলাই) আরও ট্রাক ভারত থেকে দেশে ঢুকবে

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪ ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।

সোমবার (৩ জুলাই) দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাঁচা মরিচের ট্রাকগুলো প্রবেশ করে।

বিজ্ঞাপন

ফলে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। এর আগে সপ্তাহজুড়ে ৭০০-৮০০ কেজি দরে বিক্রি হয়েছে খুচরা বাজারে। বিকেলে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি হয়েছে ১০০-৩০০ টাকা কেজি মূল্যে।

বিজ্ঞাপন

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৭ দশমিক ৯৪ মেট্রিক টন কাঁচা মরিচ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (৪ জুলাই) আরও ট্রাক ভারত থেকে দেশে ঢুকবে।

বিজ্ঞাপন

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দুপুর থেকে কাঁচা মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। বিকেল ৬টা পর্যন্ত ৪টি ট্রাক পানামায় প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD