চীনে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঢাকায় মানববন্ধন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চীনে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঢাকায় মানববন্ধন

শ্রেণিকক্ষে ফিরিয়ে নেওয়ার দাবিতে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ঢাকায় মানববন্ধন করেছে। তাদের অভিযোগ বিষয়ে নীরব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা কথা বলেন। চীনে পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. মাহমুদুল হাসান, সিদ্দিকী ইবনে ওয়াহীবসহ ১০-১২ শিক্ষার্থী উপস্থিত ছিলেন মানববন্ধনে।

মানববন্ধনে বক্তারা বলেন, ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও চীনে ফিরে যাওয়ার ব্যবস্থা নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করেন। করোনাভাইরাস সংকটে ২০২০ সালে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরত নেওয়া হয়নি। কারণে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে।

তাদের দাবি, শিক্ষার্থীদের বেশির ভাগ ইঞ্জিনিয়ারিং, মেডিকেলে অধ্যয়নরত। চীনে যেতে না পারায় ব্যবহারিক ক্লাস, ল্যাব করতে পারছে না। ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা ইন্টার্ন করার