Logo

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জন সঙ্কটাপন্ন: পরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
২৪ জুলাই, ২০২৫, ০৬:২২
46Shares
জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জন সঙ্কটাপন্ন: পরিচালক
ছবি: সংগৃহীত

আরও আট জন রোগীর অবস্থা সঙ্কটাপন্ন বলে মনে করেন তিনি

বিজ্ঞাপন

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন বলেছেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে বার্ন ইনস্টিটিউটে। আরও আট জন রোগীর অবস্থা সঙ্কটাপন্ন বলে মনে করেন তিনি।

বুধবার (২৩ জুলাই) ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় ডা. নাসির উদ্দিন বলেন, বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ৪৪ জন। এর মধ্যে ক্রিটিকাল ৮ জন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনের অবস্থা। তাদের জন্য ওষুধ এবং রক্তের ব্যবস্থা হয়েছে। কোনো সঙ্কট নাই।

এসব রোগীদের বিষয়ে সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বিশেষজ্ঞদের আমাদের চিকিৎসা প্রটোকল জানানো হয়েছে। এছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেয়া সিদ্ধান্তও একীভূত করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে। ইতোমধ্যে ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা সহায়তার কথা বলেছেন। চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান তারা।

মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার পর জানায়, দুপুর ১২টা পর্যন্ত তারা ৩১ জনের মৃত্যু ও ১৬৫ জন আহত হওয়ার তথ্য পেয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD