রাজধানীর স্কুলে আগুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫


রাজধানীর স্কুলে আগুন
সংগৃহীত ছবি।

রাজধানীর মিরপুরে অবস্থিত কসমো স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে অবস্থিত এই স্কুলটির নিচতলায় আগুন লাগে।


প্রাথমিকভাবে জানা গেছে, স্কুলটির জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি, স্থানীয় এলাকাবাসী দ্রুত স্কুলের শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। বিস্তারিত তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



এসডি/