দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

সুন্দরগঞ্জে এমপি হিসেবে আফরোজা বারীর বিকল্প নেই


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


সুন্দরগঞ্জে এমপি হিসেবে আফরোজা বারীর বিকল্প নেই
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে আফরোজা বারীর পক্ষে গণ জোয়ার তুলেছে স্থানীয় আ.লীগসহ উপজেলার সর্বস্তরের জনগণ। 


উপজেলাবাসীর মানবতার মা, উন্নয়নের কান্ডারী, উপজেলাবাসীর আস্থার প্রতীক, গরিব অসহায় মেহনতী মানুষের নয়নমনি বিশিষ্ট শিল্পপতি উপজেলা আ.লীগের সাবেক সভাপতি মরহুম শহীদ মঞ্জরুল ইসলাম লিটন এমপির বড় বোন মিসেস আফরোজা বারীকে এমপি হিসেবে দেখতে চায় সুন্দরগঞ্জ আসনের সর্বস্তরের জনগণ। 


বর্তমানে আসনটিতে দীর্ঘদিন থেকে মিসেস আফরোজা বারীর পক্ষে নির্বাচনী প্রচার শুরু করেছেন উপজেলার হাজার হাজার জনতা। 


বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুন্দরগঞ্জ আসনের মহিলা ভোটারদের মুখে মুখে একটাই নাম উঠেছে মিসেস আফরোজা বারীর নাম। 


এই মহসী নারীর মাঝে বঙ্গবন্ধুর নীতি নৈতিকতা ও আদর্শ আছে। তিনি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। সুন্দরগঞ্জে একটি মাত্র পরিবার, যারা উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নের চেতনায় কাজ করে। সেই পরিবারের সন্তান সুন্দরগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরোজা বারী। 


মরহুম শহীদ মনজুরুল ইসলাম লিটন হত্যার পর সরকারি উন্নয়ন অনেকটাই থেমে যায় আসনটিতে। সেই চাহিদা আজও পূর্ণ করতে পারেনি উপজেলাবাসী। 


আরও পড়ুন: সুন্দরগঞ্জে গণসংযোগে ব্যাস্ত আফরোজা বারী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শহীদ মঞ্জরুল ইসলাম লিটনের বড় বোন নির্বাচনে অংশগ্রহণ করলে উপজেলাবাসী ঐ সময় মিসেস আফরোজা বারীকে চিনতে পারেনি, সামান্য সময়ের মধ্যে শহীদ মঞ্জরুল ইসলামের বড় বোন মিসেস আফরোজা বারীর পরিচয় যে সকল ভোটার পেয়েছেন সেই সকল ভোটারদের ভোট পেয়ে ছিলেন মিসেস আফরোজা বারী। 


ভোট গণনা শেষে ৬৪ হাজার ভোট পেয়ে ছিলেন আফরোজা বারী। ঠিক তখন থেকেই সুন্দরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে আসনের পাড়ায়, মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ ভোটাদের সমস্যা গুলো জানতে থাকেন, আর সেই সকল সমস্যার সমাধান দিতে থাকেন। 


মিসেস আফরোজা বারী উল্লেখ্যযোগ্য সেবা হলো এ আসনের অসহায় গরিব ও দারিদ্র্য পরিবারের সকল সমস্যার সমাধান করা। তিনি নিজস্ব অর্থায়নে সকল প্রকার সেবা দিয়েছেন উপজেলাবাসীর মাঝে, কিন্তু তিনি কখনো তা প্রকাশ করেনি, তিনি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। 


শুধু জনগণ নয় বাংলাদেশ আ.লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখায় ব্যাপক অবদান রেখেছেন। ঐ সকল অবদান দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ হয়েছে। এমন মানুষিকতার ব্যক্তি আফরোজা বারীকে ভুলতে পারছেনা উপজালাবাসী।


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা সচেতন মহলের সাথে কথা হলে তারা জানান, মিসেস আফরোজা বারীর সকল কর্মকাণ্ডের ছবিসহ সকল তথ্য নেত্রীর কাছে আছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট, ডিজিএফআই রিপোর্টসহ আরও বেশ কিছু সংস্থার রিপোর্ট নেত্রীর দপ্তরে জমা আছে। আমরা চাই অবহেলিত সুন্দরগঞ্জ আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আফরোজা বারীকে নৌকার মনোনয়ন দেয়া হোক। 


আফরোজা বারীকে এ আসনের মাঝি করা হলে, উপজেলাবাসীর ব্যাপক উন্নয়ন হবে, সুন্দরগঞ্জের মাটিতে বাংলাদেশ আ.লীগের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। তাই নেত্রীর কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি মিসেস আফরোজা বারীকেই বাংলাদেশ আ.লীগের মনোনয়ন দেয়া হোক। 


জেবি/ আরেএইচ/