Logo

নালিশ থাকলে জনগণের কাছে করবেন, বিএনপিকে তথ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ০৪:০৩
33Shares
নালিশ থাকলে জনগণের কাছে করবেন, বিএনপিকে তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশে সেভাবে নির্বাচন হবে সেখানে যে সরকার ক্ষমতায় থাকে তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকে

বিজ্ঞাপন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যদি কোনো ধরনের নালিশ থাকে, বিদেশিদের কাছে না করে সেই নালিশ ‘দেশের মালিক’ জনগণের কাছে করুন।

তিনি বলেছেন, বিএনপির যদি কোনো নালিশ থাকে, দেশের জনগণ হচ্ছে দেশের মালিক। দেশের রাষ্ট্রক্ষমতায় কারা যাবে, সেটি নির্ধারণ করার মালিক হচ্ছে জনগণ। বিএনপির যদি কোনো নালিশ থাকে, সেই নালিশ দিতে হবে জনগণের কাছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, আমাদের দেশে সেভাবে নির্বাচন হবে। সেখানে যে সরকার ক্ষমতায় থাকে তারা নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকে। আমাদের দেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে।

বিজ্ঞাপন

ড. হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তা আসছেন এবং আরও কয়েকজন কর্মকর্তা আসবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত সম্পর্ক রয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করবে। সিটি করপোরেশন নির্বাচন বিএনপি বর্জন করে জনগণকেও বর্জন করার আহ্বান জানিয়েছিল। তাদের দলীয় কর্মী-সমর্থকদেরও আহ্বান জানিয়েছিল ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে- জনগণ নির্বাচনে অংশগ্রহণ করছে কি না। বিএনপির অংশগ্রহণকে আমরা অবশ্যই স্বাগত জানাই। তবে বিএনপি যদি অংশগ্রহণ নাও করে আগামী নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD