দুই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, একজনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


দুই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দুই নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের পর এক ছাত্রীর মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।


জানা যায়, এ নৃশংস ঘটনাটি সংগঠিত হয়েছে আসামরাজ‍্যের কাছাড়জেলার আলগাপুরের মোহনপুর এলাকায়।


মঙ্গলবার (৪ জুলাই) মোহনপুর অভয়াচরণ এমই স্কুলের দুই নাবালিকা ছাত্রীকে স্থানীয় জাবির ও জুবাইর নামের দুই যুবক ৪/৫ জনকে সঙ্গে নিয়ে স্কুলের সামনে থেকে সকালে অপহরণ করে। এরপর রোশকান্দি চা বাগানের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। তারপর রোশকান্দি চা বাগানের ম‍্যানেজারের কাছে এ খবর পৌঁছলে তিনি দুইটি কিশোরীকে উদ্ধার করে স্কুল কর্তৃপক্ষের কাছে সমঝে দেন।


আরও পড়ুন: চীনে ভয়াবহ বন্যায় প্রাণ গেল ১৫ জনের


রাতে একজন মেয়ের শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রাতে চিকিৎসারত অবস্থায় মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাতেই মামলা দায়ের করা হয়। পুলিশ ২জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। 


আরও পড়ুন: বৈশ্বিক তাপমাত্রার নতুন রেকর্ড


বুধবার (৫ জুলাই ) সংবাদ মাধ‍্যমের সাথে কথা বলতে গিয়ে নাবালিকার বাবা এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদান করার জন‍্য প্রশাসনের কাছে জোড় দাবি করেন। আর যাতে কোন মেয়ের সঙ্গে এ ধরণের জঘন‍্যতম ঘটনা না ঘটে বলে জানান।


জেবি/এসবি