গোপালগঞ্জে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:১৯ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৩
গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ।
তিনি জানান, “রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেবেটরবহনকৃত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন।”
আরও পড়ুন: পুলিশের বিশেষ শাখাতে যাচ্ছেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা
ওসি মো. জাবেদ মাসুদ আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুই জনের মৃত্যু হয়। আহত চার জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুয়েল সরকার জানান, “দুই জন হাসপাতালে আনার আগে ও দুই জন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”
জেবি/এসবি