কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪০ পিএম, ৬ই জুলাই ২০২৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে লিটন শেখ (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঈদে ১০ গরু কোরবানি হবে কারাবন্দিদের জন্য
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী ইমদাদুল হক জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিটন শেখ। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
