Logo

নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না: আরাফাত

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ২৪:০৪
24Shares
নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না: আরাফাত
ছবি: সংগৃহীত

নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে

বিজ্ঞাপন

আমরা নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি শান্তিপূর্ণ রাখব। নির্বাচনের পরিবেশ সঠিক থাকলে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ. আরাফাত।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর মানিকদী কালিবাড়ী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এমন মন্তব্য করেন।

বিজ্ঞাপন

আরাফাত বলেন,‌ আমরা সবাই বৃহত্তর আওয়ামী লীগ পরিবারের সদস্য। আমাদের কাজ হলো ভোটারের কাছে গিয়ে তাদের উদ্বুদ্ধ করে ভোটকেন্দ্রে নিয়ে আসব। নৌকায় ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা জননেত্রী শেখ হাসিনার জন্য নৌকায় ভোট দেবে।

বিজ্ঞাপন

তিনি বলেন,  নির্বাচন করছি বটে, তবে আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। আমরা যে সংকল্প করেছি তা হলো, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমরা বহু সংখ্যক ভোটারদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে চাই। 

বিজ্ঞাপন

আরাফত আরও বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনো আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। ষড়যন্ত্র, চক্রান্ত ও বিদেশি প্রভুদের সঙ্গে হাত মিলিয়ে আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় মানিকদী কালিবাড়ী এলাকার ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে ভোট চান তিনি।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD