নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী: আরাফাত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ পিএম, ৫ই জুলাই ২০২৩

ইতোমধ্যে আমার নির্বাচনী আসনের এলাকাভিত্তিক সব সমস্যা চিহ্নিত করেছি। আমি নির্বাচিত হলে ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।
বুধবার (৫ জুলাই) রাজধানীর কালাচাঁদপুর, নর্দা ও শাহজাদপুর এলাকায় জনসংযোগকালে তিনি এ কথা বলেন।
এ সময় এ আরাফাত জানান, ঢাকা-১৭ আসনের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। ঢাকা-১৭ আসনের মাটি নৌকার ঘাঁটি। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী।
আরও পড়ুন: মনোনয়ন পত্র জমা দিলেন আরাফাত
তিনি বলেন, নির্বাচনে আমি তিনটি দিক থেকে বিজয়ী থেকে চাই। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, জনসংযোগের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি করানো এবং একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াকিল উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এনামুল হক খান, সুভাষ চন্দ্র হাওলাদার, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন বাবুল প্রমুখ।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

যারা নির্বাচন বিলম্ব চায় তারা গণতন্ত্রের শক্তি নয়: সালাহউদ্দিন

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে বিএনপি অঙ্গীকারবদ্ধ: তারেক রহমান

বাকশালের পরিবর্তে জিয়াউর রহমান গণতন্ত্র এনেছিলেন: নজরুল ইসলাম

ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব
