মধ্যরাতে আগারগাঁও থেকে মতিঝিলে চললো মেট্রোরেল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


মধ্যরাতে আগারগাঁও থেকে মতিঝিলে চললো মেট্রোরেল
ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা

বুধবার (৫ জুলাই) মধ্যরাতে হঠাৎ করেই রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পাড়ি দিয়েছে মেট্রোরেল। 


আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচলের আগের প্রস্তুতি ঝালিয়ে নিতেই মধ্যরাতে আগারগাঁও থেকে সাতটি স্টেশন পাড়ি দেয় মেট্রোরেলের একটি কোচ।


বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।


আরও পড়ুন: আধাঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়


তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল (শুক্রবার) আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধন করবেন। এজন্য গতকাল রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল।


গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রীপরিবহনের লক্ষ্য নেওয়া হয়েছে অক্টোবরে।


জেবি/ আরএইচ/