কোনো নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন না ইসি হাবিব
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, জাতীয়সহ কোনো নির্বাচনকে বড় চ্যালেঞ্জ মনে করছেন না তিনি।
বৃহস্পতিবার (৬ জুলাই) পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, আমরা শপথ নেওয়ার পরে দেশে আটশর ওপর নির্বাচন পরিচালনা করেছি। প্রতিটি নির্বাচন আমাদের কাছে সমান গুরুত্ব বহন করে। দেশে চলমান নির্বাচনগুলো শেষ হলেই, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে মনোযোগ দেব। কীভাবে স্বচ্ছ ও সব দলের অংশ গ্রহণে একটা সুন্দর নির্বাচন দেশকে উপহার দিতে পারব তা নিয়ে কাজ করব।
আরও পড়ুন: দায়িত্ব নেওয়ার পর থেকে সব নির্বাচন সফল হয়েছে: ইসি হাবিব
ইসি বলেন, ভান্ডারিয়ায় প্রথম পৌরসভা নির্বাচন হচ্ছে। আমি মনে করি, নির্বাচন কমিশনের যে যে নির্দেশনা আছে সে নির্দেশনাগুলো জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে জানানো উচিত। এ জন্যই এখানে আমার আসা।
এর আগে ভান্ডারিয়া পৌরসভার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ইসি আহসান হাবিব।
জেবি/ আরএইচ/