কামরুপে ঘুষ নিয়ে গ্রেফতার পাটোয়ারি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০২:১৬ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৩
আসামরাজ্যে পাটোয়ারি- আমিনদের একাংশের খাই খাই ভাব আর মিটছে না। একের পর এক ধরা পড়ার পরও তাদের উৎকোচ আদায় বন্ধ হচ্ছে না।
বৃহস্পতিবার (৬ জুলাই) আসামের কামরুপ জেলার চামারিয়ার এক পাটোয়ারিকে ঘুষকান্ডে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: আসামে বিজেপি নেত্রী খুন, ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ জানায়, গ্রেফতারকৃতের নাম জীবেশ কুমার দেবশর্মা। জমি সংক্রান্ত এক কাজের জন্য তিনি ১০ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। পরে ৬ হাজার টাকায় রফা হয়।
ওই টাকা লেনদেনের সময়েই ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল জীবেশকে হাতেনাতে ধরে ফেলেন। তার কাছ থেকে ঘুষের ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেবি/ আরএইচ/