গোপালগঞ্জ জেলা প্রশাসকের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:৪১ পিএম, ৮ই জুলাই ২০২৩

গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমের সাথে নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা'র সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত পুলিশ সুপারকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফার যোগদান
এসময় গোপালগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
