১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে: শেখ হাসিনা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে: শেখ হাসিনা
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য দেশ ও জনগণের উন্নয়ন করা। 


রবিবার (৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০২৩-২৪-এর নির্বাচিতদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 


শেখ হাসিনা বলেন, সরকার প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রসারের মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধা আহরণে সক্ষম প্রজন্ম গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 


তিনি বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়ন করেছি। টেকসই উন্নয়ন ২০৩০ বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বিগত সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে।


আরও পড়ুন: উন্নয়ন করতে কারও কাছে হাত পাতি না: শেখ হাসিনা


শেখ হাসিনা বলেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া। ১৯৭২-৭৩ অর্থবছরে প্রথম বাজেটে জাতির পিতা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে প্রশাসনিক বিন্যাসের পাশাপাশি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেন। ওই অর্থবছরে শিক্ষা খাতে এ দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১.১৬ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। 


জেবি/ আরএইচ/