চলতি বছর হজে গিয়ে প্রাণ হারিয়েছে ৯১ বাংলাদেশি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩
চলতি বছর হজ করতে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার ফাতেমা বেগম নামে ৫৩ বছর বয়সি ওই নারীর মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২২ জন নারী। এর মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫, মিনায় ৭, আরাফায় ২, জেদ্দায় ১ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।
আরও পড়ুন: হজে গিয়ে চলতি বছর ৭০ বাংলাদেশির মৃত্যু
এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।
আগামী ২ আগস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলবে।
জেবি/ আরএইচ/