ইসির সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


ইসির সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি
সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর।

নির্বাচন কমিশনের সার্ভার থেকে আমাদের তথ্য ফাঁস হয়নি বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর। 


রবিবার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: তথ্য ফাঁস জন্মনিবন্ধনের ওয়েবসাইট থেকে: পলক


এ কে এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের সার্ভার থেকে আমাদের তথ্য লিক (ফাঁস) হয়নি। তবে ১৭১টি পার্টনারের সহযোগিতায় আমরা কাজ করি। তাদের মাধ্যমে তথ্য ফাঁস হচ্ছে কি না, খতিয়ে দেখব। 


তিনি আরও বলেন, কারও মাধ্যমে যদি তথ্য ফাঁস হওয়ার প্রমাণ পাই, তবে তার কাছ থেকে সার্ভিস বন্ধ করে দেব।


জেবি/এসবি