ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কয়েদি সিরাজ মিয়ার (৬৫) মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জুলাই) দুপুর আড়াইটায় তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে ২ কয়েদির মৃত্যু
সিরাজ মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাগর জানান, কেন্দ্রীয় কারাগারের এই কয়েদি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তাকে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ দুপুরে সিরাজ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মরদেহ রাখা হয়েছে।
জেবি/ আরএইচ/