আবারও বাড়লো তেলের দাম!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


আবারও বাড়লো তেলের দাম!

রাশিয়ার ইউক্রেন আক্রমণের খবরের সাথে সাথে বিশ্ববাজারে হু হু করে বাড়তে শুরু করেছে ডলার, স্বর্ণ ও জ্বালানি তেলের দাম। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি একশ' ডলার ছাড়িয়ে গেছে, যা ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর সর্বোচ্চ। 

জেপি মরগান চেজ অ্যান্ড কো. বলছে, ইউক্রেন নিয়ে উত্তেজনা বাড়তে থাকলে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে তেলের গড় দাম ১১০ ডলারও ছাড়াতে পারে। 

গত সপ্তাহে তেলের দাম বাড়লেও, রাশিয়ার ওপর বিভিন্ন দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর তা কিছুটা কমতে শুরু করেছিলো। এদিকে ডলারের দাম বেড়ে গেলেও হুট করেই পড়ে গেছে রুবলের দর।  

সৌদি আরবের পর পৃথিবীর সবচেয়ে বড় ক্রুড অয়েল রপ্তানিকারক রাশিয়া। এছাড়াও এটি সবচেয়ে বেশি পরিমাণ প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে থাকে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাশিয়ার সেনাবাহিনীকে ডনবাস অঞ্চলে অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতোমধ্যে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

এসএ/