যে কারণে প্রাক্তনকে বারবার মনে পড়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৫

প্রেম যেমন সত্যি, তেমনি বিচ্ছেদও জীবনের বাস্তবতা। কিন্তু সম্পর্কের ইতি টানলেই কি মনের সমস্ত স্মৃতি মুছে ফেলা যায়? একদমই না। বরং অনেক সময় আমরা দেখেছি—সব কিছুতে পরিপূর্ণ জীবনেও হঠাৎ করে ফিরে আসে প্রাক্তনের স্মৃতি। এমনও হয়, বারবার চেষ্টা করেও তাকে মন থেকে মুছে ফেলা যায় না।
আরও পড়ুন: সহজ যে ৭ পদ্ধতিতে যৌবনের শক্তি ধরে রাখা সম্ভব
এই অনুভবটিকে কেউ দুর্বলতা ভাবেন, কেউবা আবেগ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা পুরোপুরি স্বাভাবিক ও মানবিক একটি মানসিক প্রতিক্রিয়া। এর পেছনে রয়েছে কিছু গভীর মনস্তাত্ত্বিক ও আবেগিক কারণ।
চলুন জেনে নেওয়া যাক, কেন আমরা বারবার মনে করি প্রাক্তনকে-
১.অভ্যাস বদলানো কঠিন
মানুষ অভ্যাসের দাস। দীর্ঘদিনের সম্পর্কে তৈরি হয় একটি গতে বাঁধা রুটিন, মানসিক নির্ভরতা। হঠাৎ সেই অভ্যাস ভেঙে গেলে মস্তিষ্ক বারবার পুরোনো অভিজ্ঞতার দিকে ফিরে যেতে চায়। সে খুঁজে ফেরে আগের চেনা নিরাপত্তার পরিধি।
২. ‘ফিল-গুড’ হরমোনের অভাব
ভালোবাসা থাকা অবস্থায় মস্তিষ্কে নিঃসরণ হয় অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামিন—যেগুলো মন ভালো রাখে। বিচ্ছেদ এই রাসায়নিক ভারসাম্য ভেঙে দেয়। ফলে মন খারাপ হতে শুরু করে এবং পুরোনো সুন্দর মুহূর্তগুলোকে ফিরে পেতে চায়।
৩. ‘ক্লোজার’ না থাকা
অনেক সময় সম্পর্ক শেষ হয় কোনো সুনির্দিষ্ট উত্তর বা সমাপ্তি ছাড়াই। থেকে যায় অপূর্ণ প্রশ্ন, চাপা অভিমান। এই অপূর্ণতাই বারবার মনে করিয়ে দেয়, “কেন এমন হলো?”, “আমি কী ভুল করলাম?”—এ প্রশ্নের উত্তর না মেলার যন্ত্রণা প্রাক্তনের স্মৃতিকে ঘন ঘন সামনে নিয়ে আসে।
৪. জায়গা ও অভ্যাসের স্মৃতি
যে জায়গায় একসঙ্গে যেতেন, যে গান শুনতেন, কিংবা প্রতিদিনের যেসব কাজ একসঙ্গে করতেন সবকিছুতেই জড়িয়ে থাকে স্মৃতি। বিচ্ছেদের পর এই সব অভিজ্ঞতা একাই করতে গিয়ে মানসিকভাবে পুরোনো দিনগুলো ফিরে আসে।
৫. অতিরিক্ত নির্ভরশীলতা
সম্পর্কে যদি আপনি প্রাক্তনের উপর খুব বেশি নির্ভর করতেন—চিন্তা, সিদ্ধান্ত, সহায়তা—তাহলে বিচ্ছেদ হয়ে দাঁড়ায় এক মানসিক বিপর্যয়। নিজের সিদ্ধান্ত নিজে নিতে না পারা, একাকিত্ব, ভেতরের শূন্যতা প্রাক্তনের অভাবকে বাড়িয়ে তোলে।
আরও পড়ুন: যে ৬ খাবার ধীরে ধীরে লিভারের ভয়াবহ ক্ষতি করে
৬. জোর করে ভুলতে যাওয়ার চেষ্টা
মন থেকে কিছু মুছে ফেলতে জোর করলেই তা আরও গভীরভাবে গেঁথে বসে। বিশেষজ্ঞরা বলছেন, “Don’t suppress, just process.” অর্থাৎ, জোর করে ভুলতে গেলে বরং স্মৃতি বেশি জেঁকে ধরে। বরং অনুভূতিকে সময় দিয়ে স্বাভাবিক হতে দিতে হয়।
‘মনে রাখবেন ভুলে যাওয়াই সব নয়। বরং বুঝে নেওয়া, গ্রহণ করা, এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাটাই সবচেয়ে জরুরি। প্রাক্তনকে মনে পড়া মানেই আপনি দুর্বল নন আপনি একজন মানুষ।’
এসডি/