ইনসাফ কমিটির সঙ্গ ছাড়লে রেজা কিবরিয়াকে দলে ফেরানো হবে: নুর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, ইনসাফ কমিটি ও শওকত মাহমুদদের সঙ্গ ছাড়লে গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে ফের দলে ফেরানো হবে।
রবিবার (৯ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বহিষ্কৃতরা যদি ভুল বুঝতে পেরে জনগণের সামনে দুঃখ প্রকাশ করে, তাহলে তাদের আগের পদ ও অবস্থান নিশ্চিত করা হবে।
নুর বলেন, প্রতিকূল সময়েও কাউন্সিলের সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে ৮ সদস্যের উচ্চতর পরিষদ গঠিত হবে। সেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
আরও পড়ুন: নুরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা নিতে মন্ত্রণালয়ে আবেদন
যথাসময়েই কাউন্সিল হবে। এর পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে আমাদের কিছু সহযোদ্ধা কাউন্সিলে অংশ না নিয়ে, কাউন্সিল ভন্ডুল করার অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। তাদের বোঝানোর চেষ্টা করেছি। কাউন্সিলে নিয়ে আসার চেষ্টা করেছি। এখন পর্যন্ত তারা আসেননি।
তিনি বলেন, আজ ইসিতেও ৩ জন গেছে। এই তিনজন-পাঁচজন ম্যাটার করে না। গণঅধিকার পরিষদকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়িয়েছে, তাদের মুখে ছাই পড়বে। কাউন্সিল সফল হবে।
দলের ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, এটি স্বাভাবিক ঘটনা। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকান। আওয়ামী লীগ অসংখ্য বার ভেঙেছে। বিএনপি ভেঙেছে, জাতীয় পার্টি ভেঙেছে। বিভিন্ন দেশে যখন ফ্যাসিবাদী শক্তি থাকে, তখন তারা তাদের বিরোধী শক্তিকে ভাঙার জন্য নানান কৌশল নিয়ে থাকে। আওয়ামী লীগ ১৪ বছর ধরে ক্ষমতায় আছে। নির্বাচনকে সামনে রেখে তারা বিরোধীদের দল ভাঙার জন্য নানান ভাবে চেষ্টা করে যাচ্ছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
