নির্বাচন কমিশনের মতামতেই আরপিও সংশোধন: সিইসি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


নির্বাচন কমিশনের মতামতেই আরপিও সংশোধন: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) মতামত নিয়েই আরপিও সংশোধন করা হয়েছে। এর ফলে নির্বাচন কমিশনের ক্ষমতা বেড়েছে।


সোমবার (১০ জুলাই) সকালে নির্বাচন কমিশনের (ইসি) ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী গেজেট প্রকাশের পর দুপুরে কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


সিইসি বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে সরকার তার সদিচ্ছার প্রমাণ দিয়েছেন।


অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট বন্ধের বিধান রেখে আরপিও সংশোধন যৌক্তিক বলেও মনে করেন সিইসি।


আরও পড়ুন: আরপিও নিয়ে এখনই কোনো মন্তব্য করবো না: সিইসি


ইলেকশনের পরিবর্তে আপনারা পোলিং শব্দটা এনেছেন। এ ক্ষেত্রে ৯১(এ) ইলেকশন শব্দটা ছিল সেখানেও পোলিং এনেছেন কি না এবং ইলেকশন ও পোলিং এই দুটি শব্দের পার্থক্যটা কী জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের লিগ্যাল সেল আছে। কোনটা ইলেকশন হবে, কোনটা পোলিং; ইলেকশন শব্দটা হচ্ছে জেনাস। ল' তে যেটাকে জেনাস অ্যান্ড স্পিসি বলে, ইলেকশনের আন্ডারে পোলিং, পোলিংয়ের আন্ডারে কখনো ইলেকশন হয় না। একজন নির্বাচিত হলেন, ওনি পোল্ড হবেন না। ওনি নির্বাচিত হবেন আর পোলিং ওই প্রসেসটা। যে অংশে ভোটাররা গিয়ে ভোট দেবেন।


আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে নির্বাচন। এমন কোনো পরিস্থিতি আজকে হলো যে, মনে হচ্ছে নির্বাচন ১৭ জুলাই করার মতো পরিস্থিতি নেই, কমিশন আজকে চাইলে কি নির্বাচন বাতিল করতে পারে—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমি দেবো না।’


ভোট শুরুর আগে কমিশন বন্ধ করতে পারবে কি না আবারো প্রশ্ন করা হলে সিইসি বলেন, ‘নির্বাচনের আগের দিন ভূমিকম্প হয়ে ৫০ লাখ লোক মারা গেছেন...কমিশনের কিছু ইনহেরেন্ট পাওয়ার আছে। পারবে না কেন! যদি প্রয়োজন হয় পারবে না কেন!’


জেবি/ আরএইচ/