সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:২৫ পিএম, ১০ই জুলাই ২০২৩


সখীপুর পৌরসভার বাজেট ঘোষণা
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 


সোমবার (১০ জুলাই) সকাল ১১ টায় পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ বাজেট ঘোষণা করা হয়।  


এ সময় লিখিত বাজেট পাঠ করেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। বাজেটে আয় ধরা হয় ৩৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৮১ টাকা এবং ব্যয় ধরা হয় ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ৪’শ ৭১ টাকা এবং স্থিতি ২ কোটি টাকা। 


আরও পড়ুন: সখীপুরে ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা


পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, প্যানেল মেয়র মো. বিল্লাল শিকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, পৌরসভার সচিব মো. কামরুল ইসলাম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


জেবি/ আরএইচ/