ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ইসি’র বৈঠক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


ইইউ প্রতিনিধিদলের সঙ্গে ইসি’র বৈঠক
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। 


মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। 


এতে প্রধান নির্বাচন কমিশনার (সিএসসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য কমিশনাররা অংশ নিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে আছেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ও চারজন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সদস্য।


আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ নেই ইইউ প্রতিনিধি দলের


এর আগে ইলেকশন মনিটরিং ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। মঙ্গলবার সকাল সোয়া ৮টায় রাজধানীর গুলশানে ইইউ দূতাবাসে এ বৈঠক হয়। বৈঠকে অংশ নেন ইলেকশন মনিটরিং ফোরামের চার সদস্য।


জেবি/ আরএইচ