মিয়ানমার দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:৪৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩
মিয়ানমার খুব দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১১ জুলাই) ‘ন্যাশনাল কনফারেন্স অন পাবলিক হেলথ অ্যান্ড ডিপ্লোমেসি প্যানেল ডিসকাশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে সফলভাবে কোভিড মহামারি মোকাবেলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মহামারির এই সময়েও বাংলাদেশ প্রতিবেশী মিয়ানমার থেকে আশ্রয় নেয়া ১২ লাখ রোহিঙ্গাকে ভুলে যায়নি। তাদের নিয়মিত পরীক্ষা, টিকা ও স্বাস্থ্য সেবা প্রদানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘এ কথা ভুলে গেলে চলবে না, এদেশে আশ্রিত বিশাল জনগোষ্ঠীটি আমাদের অঞ্চলের জন্য একটি মানবিক ও নিরাপত্তার হুমকি। তাদের নিরাপদ ও সসম্মানে মিয়ানমারে প্রত্যাবর্তনের মধ্য দিয়েই কেবল এই সংকটের টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব।’
‘আমি আশা করি মিয়ানমার খুব দ্রুত তাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে’- বলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: বিএনপি গ্রামের মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছিল: প্রধানমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা বিষয়ে বলতে গিয়ে ‘মা টেলিহেলথ সার্ভিস’ নামে প্রসূতি মায়ের গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবা প্রদান করা হচ্ছে’ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল প্লাটফরম সুরক্ষার মাধ্যমে দেশজুড়ে কোভিড ১৯ টিকা ব্যবস্থাপনা করা হচ্ছে। দেশে প্রায় ২৫০টি হেলথ টেক স্টার্টআপ প্রতিষ্ঠিত হয়েছে। স্টার্টআপ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার উদ্যোগ আমরা গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, ‘অটিজম নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীদের ঝুঁকি কমাতে আমরা নিউরো ডেভেলপমেন্টাল ট্রাস্ট গঠন করেছি। এই ট্রাস্টের আওতায় বঙ্গবন্ধু প্রতিবন্ধী সুরক্ষা বিমা চালু করা হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবা প্রদানের জন্য দেশে ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় মোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। আরও ২১১টি কেন্দ্র স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।’
‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ প্রণয়ন করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা একটি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনিস্টিটিউট স্থাপন করছি। ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে শ্রমজীবী মানুষের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। নারী শ্রমিকদের মাতৃত্ব সুরক্ষায় ১২২ দিন অর্থাৎ চার মাসের মজুরিসহ ছুটি ও মাতৃত্বকালীন সুবিধা শ্রম আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৭৫০ শয্যার সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধনের কথা উল্লে করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের স্বাস্থ্য সেবা সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নে বাংলাদেশের জনগণের গড় আয়ু যা ২০০৬ সালে ছিল ৫৯ বছর, বর্তমানে তা ৭৩ বছরে উন্নীত হয়েছে। অপেক্ষাকৃত কম খরচে চিকিৎসার মৌলিক চাহিদা পূরণের ধারাবাহিকতায় আমাদের সরকার ইনির্ভাসেল হেলথ নিশ্চিত করতে বদ্ধ পরিকর।’
জেবি/ আরএইচ/