গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৬
ফাইল ছবি

দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) নতুন করে ৬৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে  মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২৮৮ জনে। একই সময়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২৯ হাজার ৪৬৩ জনে দাঁড়াল।


মঙ্গলবার (১১ জুলাই) স্বাস্থ্যঅধিফতর থেকে পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: একদিনে ৩৫ জনের করোনা শনাক্ত


এতে বলা হয়, একদিনে (২৪ ঘণ্টায়) করোনা থেকে সুস্থ হয়েছেন ৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ১৩৯ জন।


আরও পড়ুন: একদিনে আরও ৮৬ জনের করোনা শনাক্ত


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ১৪৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৯৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।


জেবি/এসবি