বিএনপির সমাবেশকে ঘিরে পাড়া মহল্লায় মাইকে প্রচার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


বিএনপির সমাবেশকে ঘিরে পাড়া মহল্লায় মাইকে প্রচার
ছবি: বিএনপি মিডিয়া সেল

রাজধানীর নয়াপল্টনে আগামীকাল বুধবার (১১ জুলাই) সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশ ঘিরে দীর্ঘকাল পর ঢাকা শহরের পাড়া-মহল্লায় মাইকিংসহ নানামুখী প্রচার চালাচ্ছে দলটি। 


মাইকিংয়ে সবাইকে সমাবেশে আসার আহ্বান জানাচ্ছে বিএনপি। বুধবারের এই সমাবেশ থেকে একদফা আন্দোলেনের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করার কথা বলেছে দলটি।


মাইকে ঘোষণা হচ্ছে, ‘প্রিয় নগরবাসী, ১২ জুলাই বুধবার দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম কমানো ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবে এই সমাবেশ।’


আরও পড়ুন: স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করবে বিএনপি


‘উক্ত সমাবেশে দলে দলে যোগদান করে আওয়াজ তুলুন এই মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার। চল চল পল্টন চল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোল।’


বিএনপির সমাবেশ নিয়ে মাইকে এমন প্রচার নিকট অতীতে দেখা যায়নি। 


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম জানান, সোমবার থেকে আমাদের মাইকিং কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ মহানগর এলাকায় অন্তত ৮০টি মাইকে প্রচার চালানো হচ্ছে।


জেবি/ আরএইচ/