ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন করবেন না: প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র ও বিচার বিভাগের ক্ষতি হয় এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে।
মঙ্গলবার (১১ জুলাই) প্রধান বিচারপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
প্রদান বিচারপতি বলেন, রাষ্ট্র আমাদের সবার। ক্ষমতায় যে দলই থাকুক সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। সাংবাদিকদের এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আরও পড়ুন: মামলা জট দ্রুত কমানো হচ্ছে: প্রধান বিচারপতি
তিনি বলেন, রক্ত দিয়ে এ দেশের স্বাধীনতা কেনা। দেশ স্বাধীন হয়েছে বলে আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি। কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও এ পর্যায়ে এসেছি।
তিনি আরও বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। সারা দেশ সফর করে বিচারকদের মামলাজট নিরসনে ভূমিকা পালন ও দেশপ্রেম নিয়ে বিচারকাজ পরিচালনা করার নির্দেশ দিয়েছি।
জেবি/ আরএইচ/