আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ১২ই জুলাই ২০২৩
রাজধানীতে আজ আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
বুধবার (১২ জুলাই) ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে আওয়ামী লীগ ও বিএনপিকে ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জাানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, এমন তথ্য আমাদের কাছে নেই।
জেবি/ আরএইচ