আ. লীগের সমাবেশের শুরুতেই দুই পক্ষের মারামারি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আ.লীগের শান্তি সমাবেশের শুরুতে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা গেছে।
বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।
আরও পড়ুন: রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ শুরু
মারামারির এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা গেছে। এ সময় মঞ্চ থেকে সভায় বসে পড়ার জন্য বলছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।
পরে মাইক হাতে নিয়ে তিনি বলেন, আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।
এ সময় মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি জানান, এই তোমরা বসে পড়ো, কোন বিশৃঙ্খলা করা যাবে না।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ ৩৫ বছরের দলীয় অবস্থান পরিবর্তন করেছে বিএনপি: সালাহউদ্দিন

ফ্যাসিবাদের দেখেও যাদের শিক্ষা হয়নি তাদের পরিণতিও একই হবে: নাহিদ

নির্বাচিত সরকারের চেয়ে কোনো সরকার শক্তিশালী হতে পারে না : মির্জা ফখরুল

ফেসবুকে ক্ষোভ ঝাড়লেন ইশরাক, প্রশ্ন তুললেন দলীয় নীতিতে
