আ. লীগের সমাবেশের শুরুতেই দুই পক্ষের মারামারি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৫ পিএম, ১২ই জুলাই ২০২৩

রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় আ.লীগের শান্তি সমাবেশের শুরুতে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সময় নেতাকর্মীদের চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা গেছে।
বুধবার (১২ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে মঞ্চের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সমর্থকদের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়।
আরও পড়ুন: রাজধানীতে আ.লীগের শান্তি সমাবেশ শুরু
মারামারির এক পর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি করতে দেখা গেছে। এ সময় মঞ্চ থেকে সভায় বসে পড়ার জন্য বলছিলেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন।
পরে মাইক হাতে নিয়ে তিনি বলেন, আমাদের মহানগরের নেতাকর্মীরা যারা সামনে আছেন, সবাই চেয়ারে বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না।
এ সময় মঞ্চ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি জানান, এই তোমরা বসে পড়ো, কোন বিশৃঙ্খলা করা যাবে না।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
