বিএনপির সমাবেশ এলাকায় ইন্টারনেট পাওয়া যাচ্ছে না
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৬ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির সমাবেশস্থলে মোবাইলে নেটওয়ার্ক ও ইন্টারনেট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীসহ গণমাধ্যমকর্মীরা।
বুধবার (১২ জুলাই) নয়াপল্টনে অবস্থানরত বিএনপির নেতা-কর্মীরা জানান, তারা মুঠোফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না। তাই সমাবেশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট দিতে পারছেন না।
আরও পড়ুন: ঢাকায় বিএনপির সমাবেশ শুরু
এদিকে ইন্টারনেট সংযোগ না পাওয়ায় সংবাদ পাঠাতে গিয়ে বিপাকে পড়েছেন অনেক গণমাধ্যমকর্মীরা।
এর আগে বিএনপির সমাবেশকে ঘিরে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবায় বিঘ্নের ঘটনা ঘটেছে। এ বিষয়ে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জেবি/ আরএইচ/