আজ থেকে ঢাকা দখলে রাখা হবে: মেয়র তাপস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৬ পিএম, ১২ই জুলাই ২০২৩


আজ থেকে ঢাকা দখলে রাখা হবে: মেয়র তাপস
ছবি: সংগৃহীত। ইনসর্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আজ থেকে ঢাকা দখলে রাখা হবে। আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করেই ঘরে ফিরে যাবো।


বিএনপির সমাবেশের পাল্টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে বুধবার (১২ জুলাই) দুপুরে আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে একথা বলেছেন ফজলে নূর তাপস।


তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে যেভাবে বলেছিল ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ থেকে ঢাকাসহ সারাদেশে ঘরে ঘরে দূর্ঘ ঘড়ে তোলা হবে।


সমাবেশে অংশ নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, নৌকার কোনো ‘ব্যাক গিয়ার’ নাই। নৌকার ‘ফ্রন্ট গিয়ার’ আগে। এবারও নৌকা এগিয়ে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।


চোখ থাকতে অন্ধ- এই প্রবাদ উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, বিএনপি চোখে সরকারের উন্নয়ন দেখে না।


আরও পড়ুন: মেয়র তাপসের নামে দক্ষিণ সিটির সেতুর নামকরণ


সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ২০১৫ সালে এক দফার দাবিতে আন্দোলন ডাকা হয়েছিল, তবে কেউ মাঠে নামেনি। খালেদা জিয়ার সঙ্গে কাজের মেয়ে ফাতেমা ছাড়া কেউ ছিল না। এক দফা হবে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় সেই আন্দোলন।


বিদেশিদের ‘সার্টিফিকেটে’ বাংলাদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, মাঠ গরম করার নামে উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে জবাব দেওয়া হবে।


সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।


জেবি/ আরএইচ/