গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
দেশে একদিনে (গত ২৪ ঘণ্টায়) করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন ৩৬ জন। এ নিয়ে মোট মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৩২৪ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জনেই রইল।
বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার ঘোষণা
এতে বলা হয়, একদিনে (২৪ ঘণ্টায়) করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ২৫৪ জন।
আরও পড়ুন: সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৬৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬৬৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
জেবি/এসবি