ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৫ পিএম, ১২ই জুলাই ২০২৩


ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার ঘোষণা
ফাইল ছবি

দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ অবনতি হওয়ায় ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জনবল এবং ডেঙ্গু চিকিৎসায় পর্যাপ্ত সরঞ্জামের ব্যবস্থা হলেই হাসপাতালটিকে পুরোপুরি ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হবে।


বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উপপরিচালক ডা. শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।


আরও পড়ুন: সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা


তিনি জানান, ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে মৌখিকভাবে দেওয়া হয়েছে ঘোষণা। ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি শুরু হয়েছে।


আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে সরাসরি মনিটরিং করবে দক্ষিণ সিটি


শফিকুল ইসলাম বলেন, হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা করার জন্য পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের ব্যবস্থা এখনো হয়নি। তা হয়ে গেলে খুবই শিগগিরই পুরোপুরি ডেডিকেটেড হিসেবে হাসপাতালটিকে ঘোষণা করা হবে।


জেবি/এসবি