সরকার পতনের এক দফা দাবি ঘোষণা
সরকারকে পদত্যাগ করার আহ্বান জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
সরকারের পতনের দাবিতে এক দফা ঘোষণা দিয়ে ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশের সব মহানগরী ও জেলায় পদযাত্রার কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
ঢাকায় পদযাত্রা হবে দুই দিন। ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী এবং ১৯ জুলাই উত্তরা আব্দুল্লাহপুর থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত হবে পদযাত্রা।
বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন: পাল্টাপাল্টি দুই দলের সমাবেশ, দুর্ভোগে সাধারণ মানুষ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী একদফার দাবিতে এটা প্রাথমিক কর্মসূচি।
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, এখনো সময় আছে ঘোষণার পরপরেই পদত্যাগ করুন। রাজনৈতিক ইতিহাস বলে পরে পালাবার পথও পাবেন না।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এরপরও যদি কাজ না হয়, আঙুলে ঘি না ওঠে তাহলে কী করতে হয় তা দেশের মানুষ জানে। আপনাদের প্রত্যাশিত কর্মসূচি দিয়ে সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
জেবি/ আরএইচ/