Logo

পাল্টাপাল্টি দুই দলের সমাবেশ, দুর্ভোগে সাধারণ মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুলাই, ২০২৩, ০৩:০৯
38Shares
পাল্টাপাল্টি দুই দলের সমাবেশ, দুর্ভোগে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত

গণপরিবহনের সংখ্যাও কম ফলে সকালে যাদের অফিস ছিল তারা যথাসময়ে পৌঁছাতে হিমশিম খেয়েছেন

বিজ্ঞাপন

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশেকে ঘিরে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। ব্যাপক দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। 

এদিকে বড় দুই রাজনৈতিক দলের সমাবেশের কারণে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে অসংখ্য গাড়ি ঢুকে রাজধানীতে। এতে সকালে রাজধানীতে গাড়ির চাপ ছিল স্বাভাবিকের চেয়ে বেশি।

বিজ্ঞাপন

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা প্রচণ্ড যানজটে রূপ নেয়। 

বিজ্ঞাপন

সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে গেছে। গণপরিবহনের সংখ্যাও কম। ফলে সকালে যাদের অফিস ছিল তারা যথাসময়ে পৌঁছাতে হিমশিম খেয়েছেন।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে আজ বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বিএনপি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট সংলগ্ন স্থানে ‘শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের একই দিনে কাছাকাছি স্থান ও সময়ে সমাবেশ ঘিরে সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়ক ফাঁকা দেখা গেলেও কিছু সড়ক ছিল জ্যামে আটকা।

বুধবার (১২ জুলাই) সকালে রাজধানীর বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা অনেকটা কম। গণপরিবহনের সংখ্যা কম দেখা গেলেও যেগুলো আছে তা বেশিরভাগ জ্যামে আটকা। 

বিজ্ঞাপন

রাজধানীতে জ্যামের কারণে অনেকেই যথাসময়ে অফিসে পৌঁছাতে পারেননি। সবচেয়ে বিপদে পড়েছেন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষ।

বিজ্ঞাপন

এদিকে বাস চালকরা জানান, সড়কে গাড়ির সংখ্যা কম থাকলেও সমাবেশে আসা মানুষ ভর্তি ট্রাক, বাস আর মিছিলের কারণে বিভিন্ন সড়কে দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়েছে।

জেবি/ আরএইচ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD