Logo

রোকেয়া পদক হাতে পেয়ে যা বললেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ২১:০২
54Shares
রোকেয়া পদক হাতে পেয়ে যা বললেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলের উত্থানে সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি ঋতুপর্ণা চাকমা। সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুইবার (২০২২ ও ২০২৪) শিরোপা জয়ের যাত্রা হোক বা বাংলাদেশ দলের এশিয়ান কাপের মূলপর্বে পৌঁছানোর ইতিহাস—সব ক্ষেত্রেই তার ছিল উল্লেখযোগ্য অবদান। এই অসাধারণ সফলতার স্বীকৃতি হিসেবেই এবার তাকে দেওয়া হলো মর্যাদাপূর্ণ রোকেয়া পদক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

পদক হাতে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় ঋতুপর্ণা চাকমা বলেন, সব পুরস্কারই আনন্দের, কিন্তু এটার মূল্য ভিন্ন। এটি একটি জাতীয় সম্মান। আমি বিশ্বাস করি, এই স্বীকৃতি দেশের নারীদের আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।

বিজ্ঞাপন

এ বছর নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অবদানের স্বীকৃতিতে মোট চার নারীকে রোকেয়া পদকে ভূষিত করা হয়েছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকার দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করছে।

২০২১ সালে জাতীয় দলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত লাল–সবুজ জার্সিতে তিনি ৩৩ ম্যাচে করেছেন ১৩ গোল। খেলাধুলার মাঠে ঋতুপর্ণার পথচলায় ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টসেরা এবং এশিয়ান বাছাইয়ে জাতীয় দলের সর্বোচ্চ ৫ গোল।

বিজ্ঞাপন

ক্যারিয়ারের উত্থানের পেছনে রয়েছে কঠিন এক বাস্তবতার গল্প— ক্যান্সারে আক্রান্ত মা, ২০১৫ সালে বাবার মৃত্যু এবং ২০২২ সালে বিদ্যুৎস্পর্শে ছোট ভাইয়ের করুণ মৃত্যু।

ব্যক্তিগত জীবনের এসব দুঃসহ পরিস্থিতি পেরিয়ে মাঠে তার ধারাবাহিক পারফরম্যান্স সকলকে মুগ্ধ করছে। বাংলাদেশ নারী ফুটবলের এই তারকা নতুন সাফল্যের স্বপ্ন দেখছেন। রোকেয়া পদক যেন সেই স্বপ্ন পূরণের পথে আরও এক বড় অনুপ্রেরণা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD