Logo

স্থগিত কোনো দলের প্রতীক থাকছে না পোস্টাল ব্যালটে: ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৮:৫৯
82Shares
স্থগিত কোনো দলের প্রতীক থাকছে না পোস্টাল ব্যালটে: ইসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ জানিয়েছেন, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া ভোটের তফসিল ঘোষণার সব প্রস্তুতি নির্বাচন কমিশন সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

কমিশনার রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত করা হয়েছে। ভাষণ রেকর্ডের জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে চিঠি দেওয়া হয়েছে, রেকর্ডের দিন ধার্য করা হয়েছে ১০ ডিসেম্বর।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, স্থগিত কোনো দলের প্রতীক পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত নয়। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন তাদের প্রস্তুতির খুঁটিনাটি বিষয়গুলো জানিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি ও অন্য কমিশনাররা। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া সিইসি’র ভাষণ ধারণ ও সম্প্রচারের জন্য রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি এবং বাংলাদেশ বেতারকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১২ মে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থগিত করার প্রজ্ঞাপন জারি করে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD