Logo

উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:১৪
74Shares
উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম | ফাইল ছবি

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ব্যক্তি সরকারি উপদেষ্টা পদে থাকলেও নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি নির্বাচনী প্রচারেও তারা অংশগ্রহণ করতে পারবেন না।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, সরকারের পদে থাকা অবস্থায় কোনো প্রার্থী প্রচারে অংশ নিতে পারবে না। তাই সরকারি পদে থাকা কেউ প্রার্থী হতে পারবেন না।

ইসি আনোয়ারুল আরও জানান, নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আসন বিন্যাস, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের প্রজ্ঞাপনসহ প্রায় ২০টি পরিপত্র ইতিমধ্যেই জারি করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট, বিচারিক ম্যাজিস্ট্রেট, মনিটরিং সেল ও আইন-শৃঙ্খলা সেলের নিয়োগের ফরম্যাটও প্রস্তুত। তফসিল ঘোষণা হওয়ার পর এগুলো ধারাবাহিকভাবে কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রাহমানেল মাছউদ জানান, তফসিল ঘোষণার আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ইসির দায়িত্ব নয়। তফসিল ঘোষণার পরই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব কমিশনের।

তিনি আরও নিশ্চিত করেছেন, চূড়ান্ত পোস্টাল ব্যালটে স্থগিত বা নিষিদ্ধ কোনো দলের প্রতীক থাকবে না।

বিজ্ঞাপন

তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই তফসিল ঘোষণা হবে। সম্ভাব্য তারিখ হিসেবে রাখা হয়েছে ১০ বা ১১ ডিসেম্বর। সকল রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়ার ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখবে কমিশন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD