বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি
ছবি: সংগৃহীত

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এর ফলে নিম্নাঞ্চলে হুহু কর পানি প্রবেশ করছে। আশঙ্কা করা হচ্ছে স্থায়ী বন্যার। পানির চাপে ডালিয়া ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


আরও পড়ুন: ‘তিস্তার পানি না পেলে ইলিশ দেবো না’


এর ফলে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চলে ইতোমধ্যে পানি ঢুকে গেছে। চরাঞ্চলেও পানিতে ডুবেছে বাড়িঘর ও রাস্তা ঘাট।


লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, পানি উজানের ঢলে বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জরুরি প্রয়োজনসহ যেকোন পরিস্থিতি মোকাবিলা করায় প্রস্তুতি নেওয়া রয়েছে।


জেবি/ আরএইচ/