নির্বাচনকেন্দ্রিক সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না: উজরা জেয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩


নির্বাচনকেন্দ্রিক সংলাপ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না: উজরা জেয়া
ছবি: সংগৃহীত

মা‌র্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর ম‌ধ্যে সংলাপ নি‌য়ে প্রত্যক্ষ কো‌নো হস্ত‌ক্ষেপ কর‌বে না। 


একইসঙ্গে দেশটি বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বলেও মন্তব্য করেছেন মা‌র্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।


বৃহস্পতিবার (১৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।


আরও পড়ুন: বাংলাদেশ সফরে এসে আমি খুশি: উজরা জেয়া


এ সময় উজরা জেয়া জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের মন্ত্রীরা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোরালো বার্তা দিয়েছেন। তারা এটি করতে প্রতিশ্রুতিবদ্ধ।


বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উজরা জেয়া বলেন, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। 


এক প্রশ্নের জবাবে মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়া সাংবাদিকদেরকে বলেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশই ঠিক করবে।


জেবি/ আরএইচ/