দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কানাডা: আমির খসরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৭ পিএম, ১৩ই জুলাই ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে কানাডা পর্যবেক্ষণ করছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
আরও পড়ুন: কানাডার হাই কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
আমির খসরু জানান, আমেরিকার মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি, আগামী নির্বাচন সার্বিক বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বিএনপি চেয়ারপারসনের জন্য মৌসুমি ফল পাঠালো ভুটান

বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন লড়েছেন বদরুদ্দীন উমর: নাহিদ ইসলাম

গণতন্ত্রের জন্য জীবন দিয়েও আন্দোলন ছাড়েনি বিএনপি: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে: চরমোনাই পীর
