কল্যাণপুরে পরীক্ষা দিতে এসে বাস চাপায় যুবকের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩


কল্যাণপুরে পরীক্ষা দিতে এসে বাস চাপায় যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর পরীক্ষা দিতে এসে দুই বাসের চাপায় মনিরুজ্জামান (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জানা গেছে, তিনি এলজিইডিতে নিয়োগ পরীক্ষা দিতে রংপুর থেকে ঢাকায় এসে বাইক যোগে কেন্দ্রে যাচ্ছিলেন।


শুক্রবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। 


আরও পড়ুন: শিক্ষার্থীকে চাপা দিয়ে পালানোর সময় শিশুকে পিষে মারল বাস


মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, সকালের দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের নিচে বাইকে থাকা অবস্থায় দুই বাসের চাপায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান মারা যান। এই ঘটনায় মোটরসাইকেল চালক সামান্য আহত হয়েছেন।


তিনি আরও জানান, নিহত মনিরুজ্জামান রংপুর থেকে ঢাকায় আসেন। পরে বাইকযোগে নিয়োগ পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাস দুটি জব্দ করা হয়েছে।


জেবি/ আরএইচ/