ফেনীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:১২ এএম, ১৫ই জুলাই ২০২৩

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের ৪থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির ফেনী জেলার আয়োজনে দোয়া মাহফিল শুক্রবার (১৪ জুলাই) বিকেলে তাকিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি ফেনী জেলার সাবেক সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফেনী পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি হুমাইন কবির ভূঁঞা, সাবেক সদর আহবায়ক আজিজুল রসুল মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ভূঞা, সাবেক সভাপতি ছাগলনাইয়া ওমর ফারুক ভূঞা, দাগনভূঞা পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, ফুলগাজী জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার উদ্দিন, সাবেক জেলা যুবসংহতির সভাপতি আনোয়ার হোসেন বাবলু, সাবেক কৃষক পার্টির সভাপতি জামাল উদ্দিন, মোটবী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফয়জুল আফছার বাদল, বগাদানা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাষ্টার সিরাজ, ইয়াকুবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সেলিম মেম্বারসহ জেলা উপজেলার জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন তাকিয়া মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া।
আরএক্স/