কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৭ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩


কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই
এম এ কুদ্দুস

কার্টুনিস্ট ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি এম এ কুদ্দুস ঢাকার নিজ বাসায় স্ট্রোক করে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।


শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।


তিনি দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায় দায়িত্ব পালন করেন। দৈনিক সংবাদের কার্টুনিস্ট ছিলেন।


আরও পড়ুন: পরিচয় মিলেছে সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির


তার মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, ডিইউজে সভাপতি সোহেল হায়দারসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন।


জেবি/এসবি