১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩


১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকার আউটডোর টিকিট কিনে চোখের চিকিৎসা নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৫ জুলাই) সকালে হাসপাতালে যান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সেখানে পৌঁছার পর চক্ষু বিশেষজ্ঞ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।


আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর উজরা জেয়ার টুইট


হাসপাতাল ত্যাগের আগে প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ছবি তোলায় অংশ নেন।


আরও পড়ুন: চাহিদার চেয়ে বেশি পানি উৎপাদন করতে পারে ওয়াসা: প্রধানমন্ত্রী


এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করিয়ে থাকেন।  


প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে ২৯ নভেম্বর মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখের চিকিৎসা করিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


জেবি/এসবি