ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সুপারফ্যাক্টরিজ সিরিজে ওয়ালটন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ওয়ালটন এক সংবাদ জ্ঞিপ্তিতে জানিয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ মিনিটে চ্যানেলটির ‘সুপারফ্যাক্টরিজ’ সিরিজে ওয়ালটনের কর্মযজ্ঞ নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রচারিত হবে।
বাংলাদেশের
ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট
ওয়ালটনের সফলতার গল্প এবার আসছে
ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। চ্যানেলটির জনপ্রিয় ‘সুপারফ্যাক্টরিজ’ সিরিজে প্রচারিত হতে যাচ্ছে ওয়ালটনের
বিশাল কর্মযজ্ঞ নিয়ে নির্মিত বিশেষ
প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি)।
এই প্রথম বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানকে নিয়ে
সুপারফ্যাক্টরিজ সিরিজ প্রচার করতে যাচ্ছে ন্যাশনাল
জিওগ্রাফিক চ্যানেল। উল্লেখ্য, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল একটি প্রামাণ্যচিত্র বিষয়ক
বাণিজ্যিক টেলিভিশন চ্যানেল। চ্যানেলটির অনুষ্ঠানগুলো মূল ইংরেজিসহ বাংলা,
হিন্দি, তামিল, তেলুগু ইত্যাদি ভাষায় ডাবিং করা অডিও ফিডসহ
প্রচারিত হয়। বাংলাদেশের ক্যাবল
অপারেটরের (ডিশ সংযোগ) গ্রাহক
এবং ডিটিএইচ ব্যবহারকারীরা চ্যানেলটির অনুষ্ঠানমালা দেখতে পান।
৪৪ মিনিট দৈর্ঘ্যরে প্রামাণ্যচিত্রটিতে দর্শকরা বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড হয়ে ওঠার পেছনে ওয়ালটনের যাত্রা এবং এর পরিচালনা কার্যক্রম দেখতে পাবেন। এতে উঠে আসবে কিভাবে ইলেকট্রনিক্স ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য থেকে শুরু করে মোবাইল ফোন, ল্যাপটপ এমনকি এলিভেটর উৎপাদন, বিপণন ও বিশ্বের ব