Logo

ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৩, ০৫:৪৮
46Shares
ইতালির ১৬ শহরে  রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকাতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোদের মধ্যে বেরুতে নিষেধ করা হয়েছে।

বিজ্ঞাপন

ইউরোপের দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকার কারণে ইতালির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। খবর বিবিসির

সতর্কবার্তায় বলা হয়, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে সুস্থ লোকজনও অসুস্থ হতে পারেন। এজন্য আগামী কয়েকদিনের জন্য ইতালির রাজধানী রোম, ফ্লোরেন্স এবং বোলোগনাসহ পর্যটন হটস্পটগুলোতে এ সতর্কতা জারি করা হয়েছে। 

বিজ্ঞাপন

রেড অ্যালার্টের আওতাভুক্ত এলাকাতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোদের মধ্যে বেরুতে নিষেধ করা হয়েছে। এছাড়া সূর্যের আলো এড়িয়ে চলতে বলা হয়েছে এবং বয়স্ক ও দুর্বলদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার থেকে তাপমাত্রা আরও বাড়বে। দক্ষিণ ইউরোপজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) বলছে, আগামী সপ্তাহে ইউরোপে আরেকটি তাপপ্রবাহ হতে পারে। সে সময় ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডে চরম পরিস্থিতি দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক দিনগুলোতে গ্রিসের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড হয়েছে। এতে দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটককেন্দ্র অ্যাক্রোপলিস শুক্রবার দর্শকদের জন্য বন্ধ ছিল।

বিজ্ঞাপন

এ ছাড়া দেশটি দাবানলের ঝুঁকিতে আছে। তাপপ্রবাহে ২০২১ সালে বড় দাবানলের শিকার হয়েছিল গ্রিস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD