ভূমধ্যসাগরে ৬ মাসে ২৮৯ শিশুর মৃত্যু

নিহত এই শিশুদের সবাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে ইচ্ছুক বিভিন্ন অভিযাত্রী দলের সঙ্গে ছিল।
বিজ্ঞাপন
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টাকালে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ভূমধ্যসাগরে ডুবে কমপক্ষে ২৮৯ শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের ‘গ্লোবাল লিড অন মাইগ্রেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ প্রকল্পের শীর্ষ নির্বাহী ভেরিনা নাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, নিহত এই শিশুদের সবাই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে ইচ্ছুক বিভিন্ন অভিযাত্রী দলের সঙ্গে ছিল। গেল বছরের প্রথম ৬ মাসের তুলনায় এ বছরের শিশুমৃত্যুর হার প্রায় দ্বিগুণ।
বিজ্ঞাপন
গেল কয়েক বছর ধরে ভূমধ্যসাগরের তুরস্ক, লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ইউরোপগামী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই অভিযাত্রীদের অধিকাংশই গিনি, সেনেগাল, গাম্বিয়া সিরিয়া এবং আফগানিস্তানের।
বিজ্ঞাপন
বিবৃতিতে ভেরিনা নাউস বলেন, ‘একটি শিশুর মৃত্যু মানে একটি হাসি, একটি স্বপ্ন চিরতরে হারিয়ে যাওয়া। চাইলেই এই শিশুদের মৃত্যু থামানো যেত।’
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যেসব শিশু মারা গেছে— তারা আমাদের চোখের সামনে মারা না গেলেও তাদের মৃত্যুর জন্য কোনও না কোনোভাবে আমরাই দায়ী। আমাদের সচেতনতা, আইন প্রণয়ন ও তা প্রয়োগে উদাসীনতা তাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সবচেয়ে পীড়াদায়ক যেটি, তা হল অভিবাসন প্রত্যাশীদের সাগরে ডুবে মরার ব্যাপারটি আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি।’ সূত্র: আইসিআইআর, আল জাজিরা
জেবি/এসবি
বিজ্ঞাপন